bdaid2041@gmail.com

02-44612096, +8801716251726, +8801711857157

#BDAID  এর #FOOD FOR ALL কর্মসূচী নিয়ে ‘risingbd.com’ পত্রিকায় প্রতিবেদন  প্রকাশ

#BDAID এর #FOOD FOR ALL কর্মসূচী নিয়ে ‘risingbd.com’ পত্রিকায় প্রতিবেদন প্রকাশ

খবরটি রাইজিংবিডি’র ওয়েব পোর্টালে পড়তে এখানে ক্লিক করুন

সাবেক ছাত্রলীগ সভাপতি সোহাগের ইফতারসামগ্রী বিতরণ 

 রায়হান হোসেন || রাইজিংবিডি.কম

 প্রকাশিত: ১১:৩১, ১ মে ২০২১  
সাবেক ছাত্রলীগ সভাপতি সোহাগের ইফতারসামগ্রী বিতরণ 

‘সবার জন্য খাদ্য’ স্লোগানকে সামনে রেখে রমজানে ছিন্নমূল মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলমেন্ট (বিডিএইড)। 

রাজধানীর পরীবাগে প্রতিদিন প্রায় এক হাজার ছিন্নমূল মানুষকে এ ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে।

সংগঠনের চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগের সার্বিক তত্ত্বাবধানে চলছে এই ইফতার বিতরণ কার্যক্রম। ইফতারে থাকছে খিচুড়ি, খেজুর, নানা ধরনের ফল। মাঝেমধ্যে থাকে বিরিয়ানিও।

ইফতার বিতরণে জড়িত স্বেচ্ছাসেবীরা জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতারের আগে ছিন্নমূল মানুষের হাতে ইফতারসামগ্রী তুলে দেন তারা। পাশাপাশি অসহায় মানুষের মাঝে চাল, ডাল, সবজিসহ উপহারসামগ্রীও বিতরণ করে চলেছেন তারা।

সংগঠনের চেয়ারম্যান সাইফুর রহমান সোহাগ জানান, প্রথম রোজা থেকে শুরু হওয়া এ কার্যক্রম রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। 

সংগঠনের কর্মকর্তা আরিফুর রহমান লিমন, ইমরান খান, দেলোয়ার শাহাজাদা, শেখ জসীম উদ্দিন, মনির হোসেন তুষার, মো. ফরাদুজ্জামান মনির, এম এস আই আহম্মেদ সুমন, মো. ফুয়াদ হাসান, এনামুল হক, নুরুদ্দিন হাওলাদার প্রমুখ ছিন্নমূল মানুষের মাঝে ইফতারসহ সহায়তাসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।


BDAID is the name of hope for those who are in agony of poverty, curse of illiteracy, paw of climate change, vicious circle of social injustice.

Send Message

Contacts

1/F, 1st Floor, Paribagh, Shahbagh, Dhaka-1000 Dhaka, Bangladesh
02-44612096, +8801716251726, +8801711857157