bdaid2041@gmail.com

02-44612096, +8801716251726, +8801711857157

সুবিধাবঞ্চিতদের মাঝে খাবর বিতরণ করল বিডিএইড

সুবিধাবঞ্চিতদের মাঝে খাবর বিতরণ করল বিডিএইড

রাজধানীর সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলোপমেন্ট (বিডিএইড)। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই চালিয়ে আসছে নানা স্বেচ্ছাসেবী কার্যক্রম। দিয়ে আসছে অসহায় মানুষদের খাদ্য ও করোনা প্রতিরোধক সামগ্রী। পবিত্র রমজানে ছিন্নমূল ও অসহায় মানুষদের মাসব্যাপি ইফতার বিতরণ করে আসছে। রমজানের প্রথমদিন থেকে মানবিক এ কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রমজানের ১৮তম দিনেও এ কর্মসূচি অব্যাহত থাকে। চলবে রমজানের শেষদিন পর্যন্ত।

বিডিএইড-এর কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন জানান, রাজধানীর পরীবাগ, শাহবাগ, হাতিরপুল, কাঁটাবন ও বাংলামোটরসহ আশপাশের বিভিন্ন এলাকার হতদরিদ্র, ছিন্নমূল ও অসহায় রোজাদার মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী আমরা দিয়ে আসছি। সামাজিক দূরত্ব মেনেই ইফতারের ঠিক পূর্বমুহুর্তে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিএইডের স্বেচ্ছাসেবীরা ইফতার-সামগ্রী বিতরণ করছেন। আমাদের এ কার্যক্রম চলবে রমজানের শেষদিন পর্যন্ত।

বিডিএইডসূত্রে জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এ সংগঠনটি রাজধানীর বাইরেও মাদারীপুরসহ কয়েকটি জেলায় দিনমজুর-অসহায় ও হতদরিদ্রদের মাঝে চাল, আলু, ডাল, তেল, শাবান ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এছাড়া করোনা প্রতিরোধকসামগ্রী যেমন মাস্ক, হ্যান্ডগ্লবস, স্যানিটাইজার ইত্যাদি বিতরণ করা হয়। করোনার প্রাদুর্ভাব যতদিন থাকবে, ততদিনই এ ধরণের কার্যক্রম চলবে বলেও জানা গেছে।


BDAID is the name of hope for those who are in agony of poverty, curse of illiteracy, paw of climate change, vicious circle of social injustice.

Send Message

Contacts

1/F, 1st Floor, Paribagh, Shahbagh, Dhaka-1000 Dhaka, Bangladesh
02-44612096, +8801716251726, +8801711857157